জন্ম মৃত্যু বিভাগের নিয়মাবলী


-: জন্ম ও মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত নিয়মাবলী :-

পৌর এলাকার মধ্যে জন্ম ও মৃত্যু হলে জন্ম সংক্রান্ত তথ্য নির্দ্ধিষ্ট ফর্মে (ফর্ম - ১ জন্মবিবরনীর ৫ নং বিধি)(ফর্ম - ৭ জন্ম রেজিষ্ট্রিখাতার ১৩ নং বিধি) ও মৃত্যু সংক্রান্ত তথ্য নির্দ্ধিষ্ট ফর্মে (ফর্ম - ২ এর ৫ নং বিধি)(ফর্ম - ৮ মৃত্যু রেজিষ্ট্রিখাতার ১৩ নং বিধি) পূরণ করে ২১ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে ৷
২১ দিন অতিক্রান্ত হয়ে থাকলে পরবর্তী ১ বছর পর্যন্ত self declaration সহ ঐ ফর্ম জমা দিতে হবে ৷
১ বছর অতিক্রান্ত হয়ে থাকলে জেলা নিবন্ধীকরের নিকট আবেদন জমা দিতে হবে ৷
সাঁইথিয়া হাসপাতাল ও নার্সিংহোমে জন্ম অথবা মৃত্যু হয়ে থাকলে হাসপাতাল ও নার্সিংহোম কর্ত্তৃপক্ষ ঐ ফর্ম পূরণ করে সময় সীমা অনুযায়ী পৌরসভায় জমা দিতে হবে ৷
নিজ বাসগৃহে জন্ম ও মৃত্যু হলে নিজ উদ্যোগে সংশ্লিষ্ট ফর্ম পূরণ করে সময় সীমা অনুযায়ী পৌরসভায় জমা দিতে হবে ৷ উপরোক্ত ফর্ম পৌরসভা থেকে বিনামূল্যে সরবরাহ করা হয় ৷

* জন্মের ক্ষেত্রে প্রমানপত্র হিসাবে ডাক্তারের দেওয়া সার্টিফিকেট বা প্রশিক্ষিত দায় মায়ের ঘোষনপত্র সন্তানের পিতা ও মাতার ভোটার কার্ড, রেশন কার্ডের স্ব-প্রত্যায়িত কপি আবেদন ফর্মের সহিত জমা দিতে হবে ৷

* মৃত্যুর ক্ষেত্রে প্রমানপত্র হিসাবে ডাক্তারের দেওয়া মৃত্যু সার্টিফিকেট, আবেদনকারীর স্ব-প্রত্যায়িত ভোটার কার্ড, রেশন কার্ডের কপি, আবেদনকারীর কর্তৃক প্রত্যায়িত মৃত ব্যাক্তির ভোটার কার্ড, রেশন কার্ডের কপি, মৃতদেহ সৎকারের সার্টিফিকেট আবেদন ফর্মের সহিত জমা দিতে হবে ৷

* জন্ম সার্টিফিকেটে নথিভুক্ত হওয়া বাচ্চার নাম কোন ভাবেই পরিবর্তন যোগ্য নয় ৷ নামের বানান ভুল শুধু সংশোধন যোগ্য ৷



Chairman's Desk      

Dear Friends,                                

We are proud to be a citizen        
of the Sainthia Municipality         
( Sainthia, as it was termed         
during its inception )                   


























































                  

Home      ||      About Us      ||      Gallery      ||      Services      ||      Projects      ||      Departments     ||      Notice Board


All Copyright Reserved by Sainthia Municipality.